মালদায় বিপুল অংকের জালনোট উদ্ধার! মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় প্রায় ২১ লক্ষ টাকার জালনোট উদ্ধারে বড়সড় সাফল্য পেল বেঙ্গল এসটিএফ। ঘটনায় এসটিএফ-এর জালে ধরা পড়ল দুই জালনোট পাচারকারী। উদ্ধার জালনোট সহ ধৃত দুই পাচারকারীকে বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দিলেন এসটিএফ। বুধবার দুপুর আনুমানিক ৩ টা নাগাদ তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।