সাঁওতালডি তাপ বিদ্যুৎ কেন্দ্র ও রঘুনাথপুর রেঞ্জ বনদপ্তরের যৌথ উদ্যোগে শনিবার এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সাঁওতালডি তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মী প্রমোদ সংস্থার সভাগৃহে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এই শিবির অনুষ্ঠিত হয়। এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার শ্রী অভিজিৎ নন্দী সহ কেন্দ্রের একাধিক আধিকারিক। পাশাপাশি রঘুনাথপুর রেঞ্জ বনদপ্তরের আধিকারিকেরাও এই উদ্যোগে অংশগ্রহণ করেন।শিবিরে বিশেষজ্ঞরা সাপ চে