খড়্গপুরে আয়োজিত হল নকআউট ফুটবল প্রতিযোগিতা। স্বর্গীয় রমেশ চন্দ্র পাল ও স্বর্গীয়া জ্যোর্তিময়ী পাল এর স্মরনে আজ রবিবার এই নক আউট ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়। খড়্গপুর সঙ্ঘশ্রী ক্লাবের পরিচালনায় শহরের তালবাগিচা ময়দানে এদিন আয়োজিত হয় এই প্রতিযোগিতা।