বরাবাজার থানার রায়ডি গ্রামে ডাইরিয়ায় আক্রান্ত প্রায় ৫০ জন। তাদের মধ্যে ১৪ জনকে ভর্তি করা হয়েছে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। কয়েক জন ভর্তি রয়েছে বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে।গ্রামের মানুষ জানিয়েছেন একটি সোলার পাম্পের জল খেয়ে ডাইরিয়ায় শুরু হয়। ঐ গ্রামে পৌঁছায় স্বাস্থ্য দপ্তরের টিম।