সোমবার দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তেলিয়ামুড়া ব্লকের পঞ্চায়েত এক্সটেনশন অফিসার কৌশিক দেববর্মার পৌরহিত্যে এক বৈঠক করা হয়। মূলত এই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে যে অনাস্থা আনা হয়েছে এর পক্ষে ও বিপক্ষে কারা কারা আছে তার জন্য এই বৈঠক করা হয়। সোমবার দুপুর 1 ঘটিকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বৈঠকের বিবরণে কি বলছো শুনুন।