সম্প্রতি মঙ্গলকোট ব্লক তৃণমূলের পুনরায় সভাপতি পদে বসানো হয়েছে রামকেশব ভট্টাচার্যকে। তাকে বুধবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ মঙ্গলকোটের সাঁওতায় সম্বর্ধনা দিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। তিনি ব্লক সভাপতির পাশাপাশি মঙ্গলকোট ব্লকের যুব তৃণমূলের সভাপতি চৌধুরী আব্বাস আহম্মেদ ওরফে বাপি এবং জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক চন্দন সরকার ওরফে শান্তকে সম্মাননা প্রদান করেন।