মুর্শিদাবাদ জেলা সন্তরণ সংস্থার আয়োজনে রবিবার অনুষ্ঠিত হলো ৭৯ তম বিশ্বের দীর্ঘতম ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা। আহিরণ সিআইএসএফ ঘাট থেকে ভোর পাঁচটা নাগাদ এই প্রতিযোগিতার সূচনা হয়। ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা বহরমপুর কে এন কলেজ ঘাটে এসে শেষ হয়।