করিমপুর দুই নম্বর ব্লকের নারায়ণপুর ১ নং অঞ্চল এবং রহমতপুর অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার এই শিবির পরিদর্শন করেন রাজ্যের কৃষি মন্ত্রী শৌভনদেব চট্টোপাধ্যায় , নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা , তেহট্টের মহকুমা শাসক অভিজিৎ রায় , করিমপুর ২ নম্বর ব্লকের BDO সহ ও অন্যান্য সরকারি আধিকারিকরা, করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, করিমপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ফুলন দেবী হালদার।