একশো তে পা দিল সমবায় সমিতি। সাড়ম্বরে পালিত হলো নানা সামাজিক অনুষ্ঠান। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের উর্দ্ধবপুর সমবায় সমিতি একশো বছরে পদার্পণ করল। এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। তারপর রক্তদান শিবির থেকে শুরু করে দিনভর চলে নানা সামাজিক কর্মসূচি।