কীর্ণাহার রেলগেটে রেল লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কীর্ণাহার-নানুর রাস্তা ব্লক রেখে কয়েক ঘণ্টা ধরে সংশ্লিষ্ট রেল রুটের কীর্ণাহার রেলগেট ও তাঁর সংলগ্ন স্থান গুলিতে পূর্ব রেলের তরফে হয়ে থাকে রেল লাইনে নতুন স্লিপার ও পাথর বসানো সহ বিভিন্ন ধরনের কাজ।সূত্র মারফৎ জানা গেছে, আগামী দিনে সংশ্লিষ্ট রেল রুটে ছুটবে দূরপাল্লা গামী ট্রেন তাই আগে থেকেই ওই রেল রুটের সমস্ত স্টেশনেই চলছে রেল লাইনে রক্ষণাবেক্ষণ এর কাজ।