জলের অপর নাম জীবন—আর সেই জলই বিগত ২০ দিন ধরে হচ্ছে অপচয়!সরকার বারবার জল বাঁচানোর বার্তা দিচ্ছে, অথচ সরকারি পাইপ ফেটে রাস্তায় গড়াচ্ছে অমূল্য সম্পদ।বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও মেলেনি কোনও সুরাহা।অবহেলায় অপচয় হচ্ছে জল, চরম ভোগান্তিতে মানুষ।পূর্বস্থলী ১ ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের অন্তর্গত দোগাছিয়া দোলতলা এলাকায় প্রায় কুড়ি দিন ধরে পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি।