কোচবিহার থেকে শুরু হওয়া RYF-এর অধিকার যাত্রা রবিবার এসে পৌঁছালো দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের রামপুর এলাকায়। দুপুর প্রায় ১টা নাগাদ যাত্রার কর্মীরা রামপুরে প্রবেশ করেন। সেখান থেকে মিছিল আকারে পতিরামের উদ্দেশ্যে রওনা হয় কর্মসূচি। স্থানীয় যুবসমাজ ও সংগঠনের কর্মীরা মিছিলে পা মেলান। পথে পথেই বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ যাত্রার প্রতি সংহতি জানায়। সংগঠনের দাবি, সমাজে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বিভিন্ন সমস্যার বিরুদ্ধে আন্দোলনকে শক্তিশালী করাই এই যাত্রার মূ