রাস্তা তৈরীর অর্থ এক বছর আগে অনুমোদীত হলেও এখনোও তৈরি হলো না রাস্তা। জেলাশাসক মহকুমা শাসক সহ মুখ্যমন্ত্রী কে অভিযোগ জেলা বিজেপির। মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত চাঁদরা গ্রাম পঞ্চায়েতের এল্লাবনী গ্রামে গত ২০২৪ সালের দোসরা মার্চ mp lad এর তহবিল থেকে অনুমোদিত হয়েছিল একটি রাস্তার কাজ। এক বছর পেরিয়ে গেলেও এখনোও শুরু হয়নি কাজ।। বর্ষায় কাদার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের, চরম সমস্যায় সাধারন মানুষ।