মেদিনীপুর শহরে জল নিকাশি নিয়ে সমস্যা ছিল, অল্প বর্ষনেই জল থৈ থৈ পরিস্থিতি হয়ে যেত। সেই সমস্যা মেটাতে নিকাশী নালা সংস্কার শুরু হয়েছে এক সপ্তাহ ধরে। সে কাজ পরিদর্শন করে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের আবর্জনা নিকাশি-নালাতে ফেলার বিষয়ে সচেতন করলেন পৌর প্রধান সৌমেন খান। তৎপরতা বাড়ালেন কাজে।