কৌশিকী অমাবস্যায় পোলবা রাজহাটে জনসংযোগ করলেন চুঁচুড়ার বিধায়। আজ শুক্রবার কৌশিকী অমাবস্যা, এদিন রাত নটা নাগাদ সংগঠন সূত্রে জানা যায় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার চুঁচুড়া পোলবা বলাগর সহ বিভিন্ন এলাকায় কৌশিকী অমাবস্যার পুজ মণ্ডপ গুলি ঘুরে দেখেন। এদিন পোলবার রাজহাটে এক দলীয় কর্মীর বাড়িতে কৌশিকী অমাবস্যার পুজোতে উপস্থিত হন বিধায়ক অসিত মজুমদার। এদিন এখানে উপস্থিত হয়ে এলাকার মঙ্গল সাধনায় মা কালীর,,