ক্যান্সার আওয়ারলেস ক্যাম্প গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার চারা গাছ বিতরণ চক্ষু পরীক্ষা শিবির সহ একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সদর ব্লকের রায়পাড়া বুথে। যেখানে কানাপড়া বাহিরচর এবং রায়পাড়া মিলিয়ে তিনটি বুথের মানুষরা অংশগ্রহণ করেন। এরই পাশাপাশি রয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। সদর বিডিও মিহির কর্মকার বলেন তিনটি বুথের মানুষদের নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সহ দুয়ারে সরকার কর্মসূচ