আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে গঙ্গারামপুর শহর ও ব্লকের দুর্গাপূজা কমিটির সদস্যদের নিয়ে বৈঠক প্রশাসনিক কর্তাদের। শনিবার সন্ধ্যা ৬ টা নাগাদ গঙ্গারামপুর দেবীকোট ভবনে অনুষ্ঠিত হয় এদিনের এই বৈঠকটি। এদিনের এই বৈঠক থেকে পূজোর অনুমতি নিতে রাজ্য সরকারের উদ্দোগে চালু হওয়া "আশান "অ্যাপের কথা তুলে ধরা হয় । সেইসঙ্গে বেশকিছু জিনিসের ওপরে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।