শিলিগুড়িতে এক বেসরকারি চা-কারবারি সংস্থার বিরুদ্ধে বাঙালি হওয়ার কারণে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। আরও বিস্ময়কর, ওই এইচআর ম্যানেজারকে “বাংলাদেশি” আখ্যা দিয়ে চাকরি থেকে বের করে দেওয়ার পাশাপাশি সংস্থার অন্যান্য কর্মীদের দিয়ে তার উপর শারীরিক নির্যাতনের অভিযোগও উঠেছে।অভিযোগকারী অভিষেক সেনগুপ্ত জানিয়েছেন, শুধুমাত্র বাঙালি হওয়ায় তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গত ৩রা সেপ্টেম্বর ঘটে এই ঘটনা ঘটে। সোমবার দেখা করেন মেয়র।