চড়িলাম পুরানবাড়ি এলাকায় সুনীল দাস এর দোকান ভাঙচুর ঘটনা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় প্রশাসন তা নিয়ন্ত্রণে। সোমবার রাতে পুলিশের কাছে খবর আসে চড়িলাম পুরানবাড়ি এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে পুলিশ খবর পেয়ে ছুটে আছেন ছুটে আসেন SDPO ভিকাশ সেনথিয়া সহ বিশাল টিএসআর বাহিনী। ঘটনার স্থলে পুলিশ এসে দেখতে পান এই ধরনের ঘটনা হয়নি চড়িলাম পুরানবাড়ি এলাকায় জানিয়েছেন SDPO ভিকাশ সেনথিয়া।