কমিশন দিতে অস্বীকার করায় দুই ঠিকাদারকে মারধরের অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকে। অভিযোগ, পঞ্চায়েত সমিতির তৃণমূলের বিরোধী দলনেতা মকরক আলি ওরফে স্বপন ব্লকের অফিসে ডেকে রাঙ্গাইপুরের ঠিকাদার জামিরুল ইসলাম ও মহম্মদ সামসুল হককে বেধড়ক মারধর করেন। জানা গিয়েছে, অনলাইন টেন্ডারের মাধ্যমে দেড় লক্ষ টাকার হাই মাস্ট লাইটের কাজ পেয়েছিলেন তারা। কিন্তু কমিশন দাবি মেটাতে অস্বীকার করায় এই ঘটনা ঘটে। পরে ব্লক চত্বরে বিক্ষোভে সামিল হন অন্যান্য ঠিকাদাররা।