কর্মাগত ভাঙ্গন চলছে কালচিনি ব্লকের ভুটান সীমান্ত জয়গাঁ ছোটা মেচিয়া বস্তি এলাকায় তোর্ষা নদীতে। বাঁধ নির্মাণের কাজ না হওয়াতে শনিবার ক্ষোভ জাহির করে এলাকার বাসিন্দারা। জানা গেছে গত দুই বছর পূর্বে ভাঙ্গনে অনেকের বাসিন্দাদের ঘর নদীর গর্ভে চলে গিয়েছে। অনেকেরই ঘর নদীর গর্ভে যাবার পথে রয়েছে। দীর্ঘদিন থেকে এলাকার বাসিন্দারা নদীতে বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছেন তবে কাজ হচ্ছে না, এই নিয়ে আতঙ্কিত রয়েছে এলাকার বাসিন্দারা।