নদীয়ার কৃষ্ণগঞ্জে রাজনৈতিক ব্যানার পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য, অনেক রাজনৈতিক নেতাদের ছবি দিয়ে পোস্টার ও ব্যানার মারা হয়েছে আর তাতে প্রশ্ন লেখা, বলুন তো এখানে কে তৃণমূল আর কে বিজেপি? এই নিয়ে সাধারণ মানুষদের মধ্যে জাগরণ সৃষ্টি করার জন্যই এই পোষ্টার বা ব্যানার, রাজনৈতিক স্থানীয় নেতারা বললেন এই উদ্যোগ কোন সাধারণ মানুষের, সিপিএম নেতৃত্ব একই রকম বক্তব্য বললেন, বিজেপি নেতৃত্ব বলেন মানুষ তো বলবেই আজ তৃণমূল কাল বিজেপি কাল বিজেপি আজ তৃণমূল এইসব নেতাদেরকে নেত