আগামীকাল কোজাগরি লক্ষ্মীপূজো স্বাভাবিকভাবেই প্রতিবছর লক্ষ্মীপূজোর আগের দিন ক্রেতাদের বেচাকেনা কারণে সদর শহর কৃষ্ণনগর ও আশেপাশের সব বাজারগুলি সরগরম থাকে। বাড়তি রোজগার হয় মৃৎশিল্পী থেকে শুরু করে ছোট থেকে বড় সব ধরনের ব্যবসায়ীদের। অতি বৃষ্টিপাতের কারণে বাজার গুলিতে দেখা নেই ক্রেতাদের মৃৎশিল্পী টা লক্ষ্মী প্রতিমা বিক্রি করতে পারছেন না অতিবৃষ্টির কারণে বিক্রি কমেছে সবমিলিয়ে হতাশা গ্রাস করেছে মৃৎশিল্পীদের।