টানা বৃষ্টিতে অসহায় বাসিন্দাদের ত্রিপল বিতরণ করলেন এলাকার কাউন্সিলর। ২৩ নম্বর ওয়ার্ড এর মুশাহার পাড়ার বাসিন্দাদের বৃষ্টির জন্য নানান সমস্যার সম্মুখীন হতে হয় । সেখানে কিছু ত্রিপল এর প্রয়োজন ছিল এলাকাবাসীর। সেই মতো পৌরপিতা নাড়ু গোপাল মুখার্জীর সহযোগিতায় এদিন বিকেলে মুশাহার পাড়ার বেশ কিছু বাসিন্দাদের কাছে ত্রিপল পৌঁছে দেন কাউন্সিলর সৌমিমা চট্টরাজ।