পূর্ববর্ধমান জেলার মন্তেশ্বরব্লকের জামানা পঞ্চায়েতের অন্তর্গত ধামাচিয়াগ্রামের কানাড়া ব্যাঙ্ক এর পক্ষ থেকে, FI SATURATION AND RE-KYC CAMP শুরু হয় বুধবার সকাল ১০ টা থেকে ৩টে পর্যন্ত। উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার, আর বি আই অ্যান্ড আদার ব্যাংক জনাল হেডস চিপ গেস্ট, মিসেস রাসমি রানি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আর বি আই মিস্টার অমিত দাস, কানাড়া ব্যাংকে জেনারেল ম্যানেজার।