নিম্নচাপের জেরে টানা বৃষ্টিপাতের কারণে লালজল গ্ৰামে ভেঙ্গে পড়েছে রাস্তা। ভাঙ্গা রাস্তা পরিদর্শন করলেন বিনপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার। জানা গেছে বিনপুর 2 ব্লকের ভুলাভেদা গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত লালজল গ্ৰামে ঢোকার আগে এবং গ্ৰামের ভিতরে দুই জায়গায় রাস্তা ভেঙ্গে যায়। গ্ৰামের ভিতরের রাস্তা গ্ৰামবাসীরা নিজেদের উদ্যোগে সারিয়ে নেয় বলে জানা গেছে। রাস্তা ভেঙ্গে যাওয়ার কারনে, স্কুল,হাসপাতাল, ব্লকে আসতে পারছেন না গ্ৰামবাসীরা।