করিমপুরের মুরুটিয়ায় রাস্তা সংস্কারে PWD আধিকারিকদের সাথে বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, আজ করিমপুরে মুরুটিয়া নেতাজী মোড় থেকে মহিষবাথান পর্যন্ত রাস্তাটির পরিদর্শনে PWD আধিকারিকদের সাথে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, মুরুটিয়া নেতাজী মোড়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল, আজ PWD আধিকারিকরা পরিদর্শনে আসেন, এবং দ্রুত সমস্যা সমাধানের জন্য কাজ শুরু হয় আর আজ PWD আধিকারিকদের সাথে রাস্তা পরিদর্শনে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় আর আজ দুপুর ১২ টা নাগাদ এমনই