ভাতারের শিলাকোট গ্রামের ধান ব্যবসায়ীর টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার যুবকে পুলিশ হেফাজতে নিয়ে পুলিশ তার কাছ থেকে প্রায় ১ লক্ষ ৯০ হাজার টাকা উদ্ধার করল। বুধবার 1:30 মিনিটে তাকে পাঠানো হলো বর্ধমান আদালতে। ভাতারের শিলাকোট গ্রামে গত চার দিন আগে একটি আরথ থেকে টাকা চুরির অভিযোগ আসে। ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় এক যুবকে। রবিবার পাঠানো হলো বর্ধমান আদালতে। আদালতের কাছে টাকা উদ্ধারের জন্য পুলিশী হেপা যেতে চেয়েছিল ভাতার থানার পুলিশ।