হারিয়ে যাওয়া 48টি মোবাইল ফোন উদ্ধার করে আসল মালিকদের হাতে তুলে দিলো রাণীনগর থানার পুলিশ আজ দুপুর ২তো নাগাদ রাণীনগর থানা প্রাঙ্গনে। যেসব ব্যক্তিদের মোবাইল ফোন চুরি হয়ে গিয়েছিলো বা হারিয়ে গেছিলো সেই সব মোবাইল ফোন মালিকেরা রাণীনগর থানায় লিখিত অভিযোগ জানালে রাণীনগর থানার পুলিশ সেই সব লিখিত অভিযোগের ভিত্তি তে মোট 48 টি মোবাইল ফোন উদ্ধার করে আসল মালিকদের হাতে তুলে দিলো রাণীনগর থানার পুলিশ।