ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ দক্ষিণ জেলার সাব্রুম সফরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত গ্রাম পশ্চিম সাব্রুম গ্রাম পঞ্চায়েতে আসেন।দুপুর বারটা ১০ নাগাদ রাজ্যপালের কনভয় সীমান্ত নিরাপত্তা বাহিনী বিওপি কাঁঠাল ছড়ি বিওপি এর সম্মুখে মাঠে আসে।রাজ্যপালের সাথে আছেন দক্ষিন জেলার সভাধিপতি দীপক দত্ত দক্ষিণ, সাত চাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ