আজ 30 আগস্ট শনিবার আনুমানিক বিকেলের দিকে। বীরভূম জেলার মুরারই ২ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে পাইকরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো। প্রদেশ কংগ্রেস ভবন ভাঙচুর এবং রাহুল গান্ধী ছবিতে কালী মাখিয়ে দেওয়ার প্রতিবাদ জানিয়ে। কেন্দ্রীয় বিজেপি সরকার এবং রাজ্য বিজেপি কে ধিক্কার জানিয়ে।বিক্ষোভ মিছিল করা হয়। এদিনের বিক্ষোভ মিছিলটা মুরারই 2 ব্লক কংগ্রেসের পাইকরে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে হিয়াতনগর মোড়ে এসে বক্তব্য রাখেন কংগ্রেস নেতারা।