সৌচ কর্ম করতে গিয়ে নদীতে তলিয়ে প্রাণ গেল এক বৃদ্ধের। রবিবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের চুরা ভান্ডার গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শালবাড়ি এলাকায়। জানা গিয়েছে মৃত ওই বৃদ্ধের নাম শিবেন রায় তার বয়স ৭০ বছর রবিবার বিকেল সাড়ে চারটা নাগাদ মৃতের ছেলে অতুল রায় জানায় রবিবার দুপুর বেলা খাওয়া-দাওয়া করে হয়তো সৌচকর্ম করতে নদীতে গিয়েছিল এরপর নদীর জলে পড়ে গিয়ে এই ঘটনা ঘটে। সে সময় নদীতে মাছ মারতে গিয়ে জেলেরা ওই বৃদ্ধকে নদীর জলে ডুবে থাকতে দেখে