শখের বাইকে পরিবর্তন আনলেই এবার দিতে হতে পারে মোটা টাকা জরিমান। কৃষ্ণনগর ট্রাফিক গার্ড এর পক্ষ থেকে সাইলেন্সার পরিবর্তন করা বাইক গুলিকে দাঁড় করিয়ে জরিমানার পাশাপাশি চলছে সাইলেন্সার পাইপ খোলা। এই সাইলেন্সার পাইপের জন্য হচ্ছে এলাকায় প্রচুর পরিমাণে শব্দ দূষণ। কৃষ্ণনগর সদর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়াতে সাধুবাদ জানিয়েছেন কৃষ্ণনগর বাসী।