রেল শহর খড়্গপুরের অসহায় শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতেই এই উদ্যোগ বলে আজ মঙ্গলবার সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ জানিয়েছেন এক আধিকারিক। এই পাঠশালায় বিনামূল্যে পড়াশোনা করতে পারবে পড়ুয়ারা। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সহায়তায় এবং খড়গপুর মহিলা থানার উদ্যোগে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৩০ জন শিশুকে নিয়ে শুরু হলো পঠন পাঠন।