কৃষি দপ্তরের আত্মা প্রকল্পের অধীনে কৃষকদের বীজ বিতরণ বাঘমুন্ডিতে. সোমবার বিকাল চারটা পর্যন্ত বাঘমুন্ডি ব্লকের কৃষি দপ্তরের আত্মা প্রকল্পের উদ্যোগে কিষাণ মান্ডি চত্বরে ৫৫ জন কৃষকদের টমেটো বীজ প্রদান করা হয়। সহ কৃষি অধিকর্তা অঙ্কিত কুমার গড়াই বলেন উন্নত মানের হাইব্রিড জাতীয় (কাবেরী কেটিএইচ - ৩৫৪) টমেটো বীজ প্রদান করা হয়। সাথেই চাষ আবাদের ক্ষেত্রে কিছু বিজ্ঞানসম্মত পরামর্শ দেওয়া হয়। ব্লক টেকনোলজি ম্যানেজার ডক্টর সুব্রত চ্যাটার্জী বলেন ব্লকের বাঘমুন্ডি,