ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। ধৃতদের নাম রবীন্দ্র সাউ, সুরজ শেখ ওরফে সাপুড়ি, শেখ রাজ ওরফে কৈলাশ, শেখ রাহুল ও উপেন্দ্র সাউ। বর্ধমান শহরের কালনা গেট রায়নগর, কেষ্টপুর, রসিকপুর, বাহিরসর্ব্বমঙ্গলা প্রভৃতি এলাকায় ধৃতদের বাড়ি। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে বর্ধমান থানার ফাগুপুর এলাকায় জাতীয় সড়কের সাির্ভস রোডের পাশে একটি নির্জন জায়গায় কয়েকজন জড়ো হয়েছিল। খবর পেয়ে পুলিশ সেখানে হানা দিয়ে ওই রবীন্দ্র, সুরজ ও রাজকে ধরে। দলের ৭-৮ জন পালিয়ে যায়।