মুর্শিদাবাদের আখেরীগঞ্জ সীমান্তবর্তী নির্মলচর রাজাপুর পাতিবনা এলাকায় সোমবার সকাল থেকেই শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। পদ্মার গর্ভে তলিয়ে গেল 49 নং BSF ক্যাম্পের ওপি পয়েন্ট। সকাল ১০টা ৩০ নাগাদ সেই ভয়াবহ দৃশ্য ধরা পড়ে আমাদের ক্যামেরায়। স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙনের জেরে ক্যাম্পের চারপাশের একাধিক এলাকা নদীগর্ভে তলিয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি নামেন ইলেকট্রিক দপ্তরের কর্মীরা। সনি শেখ ও কুড়ান শেখের নেতৃত্বে ইলেকট্রিক লাইন, পোল, সোলার লাইট সহ অন