জঙ্গলে গাছ কাটাকে কেন্দ্র করে গত ৩০/৬/২০২৫ তারিখে বলাবনি গ্রামের বিমল মহান্তি নামে এক ব্যক্তির বাড়িতে বেশকিছু জন ব্যক্তিবিমল মহান্তের বাড়িতে ঢুকে তাকে লাঠি ও রড দিয়ে মারধর করলে ঘটনাস্থলে গুরুতর জখম হয় বিমল বাবু ।এতদিন চিকিৎসাধীন থাকার পরে গত ৪/৭/২০২৫ তারিখে কেন্দা খানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই ব্যক্তিদের বিরুদ্ধে। পুলিশ আনন্দ সিং সদ্দার ও দশরথ সিং সর্দার নামে দুই ব্যক্তিকে কলাবনিগ্রাম থেকে গ্রেফতার করে এবং ধৃতদের এদিন দুপুরে কোর্টে পেশ করা হয়।