রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দল তৃণমূল কংগ্রেসকে তোপ দাগলেন বহরমপুরের বিজেপি নেতা। এদিন বিজেপি নেতা লাল্টু দাস বলেন জেলা তথা রাজ্যকে এক শ্রেণীর তৃণমূলের মততে বাংলাদেশ করার পরিকল্পনা চলছে, যা আমরা হতে দেব না, আগামী বিধানসভা নির্বাচনে নিশ্চিত পরাজয় তৃণমূলের।