প্রতিবেশী মহিলাকে খুনের মামলায় অভিযুক্তকে পুলিশ রিমান্ডের শেষে আজ বেলা একটা নাগাদ আদালতে পেশ করে। করেছে পুলিশ।ঘটনা গত ১৫ই আগস্ট তারিখে বাইজালবাড়ী থানাধীন বেলছড়া এ ডি সি ভিলেজের কুইচ্যাপাড়া এলাকায়।গ্রামের জনৈক আপলো মুণ্ডা এদিন কোন একটি পারিবারিক বিবাদের পরিণতিতে তার স্ত্রী স্বপ্না মুণ্ডার ওপর প্রাণঘাতী আক্রমণ চালায়।লাঠি নিয়ে চড়াও হয়। লাঠির আঘাতে মৃত্যু হয়।