ইটাহার থানার বেকীডাঙ্গা এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতি হলেন সমীর বর্মন (২৮)। বুধবার দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে কাকার বাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। কাকা–কাকিমা ফিরে এসে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে খবর দেন পুলিশে। পুলিশ তাঁকে উদ্ধার করে প্রথমে ইটাহার হাসপাতাল ও পরে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যায়, যেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।