৪৫ তম ফুটবলপ্রেমী দিবসকে সামনে রেখে শনিবার দুপুর দুটোই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লাড ব্যাংকের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক তথা সমাজসেবী দুলাল বর্মণ সহ অন্যান্য বিশিষ্টজনরা।