২০ দিন কোমায় থাকার পর জীবন যুদ্ধে জয়ী হয়ে এক হাতে দুর্গা তৈরি করেন পোলবার ধনঞ্জয় । যে কাঁধে সংসারের হাল, সেই কাঁধ ভেঙে গিয়েছিল দুর্ঘটনায়। তবুও মনের জোরে একহাতেই দুর্গা প্রতিমা করেন ধনঞ্জয়। ইচ্ছা শক্তি থাকলে সব বাধা পেরিয়ে একহাতে যে দুর্গা তৈরি করা যায় তা দেখিয়েছেন পোলবার বিরেন্দ্রনগর গ্রামের ধনঞ্জয় মিশ্র। আর দশটা মানুষের মতোই ছিল ধনঞ্জয়ের জীবন। আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু এক দূর্ঘটনা বদলে দিয়েছে তার জীবনের সব স্বপ্ন। ২০১৫ সালে,,