তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা গোঘাটের কুমারগঞ্জে।ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল।শনিবার পাওয়া ভিডিওতে দেখা যায় লাঠি,বাঁশ নিয়ে একে-অপরের উপর হামলা চালাচ্ছে দুই-গোষ্ঠী।জানা গেছে,গোঘাট ২নং ব্লক তৃণমূলের সহ-সভাপতি মোহন মন্ডলের অনুগামী শেখ ইসমাইলের সাথে বর্তমান তৃণমূলের অঞ্চল যুব সভাপতি অঞ্জন ঘোষের অনুগামী মীর হানিফের দীর্ঘদিন ধরে একটি জায়গা নিয়ে অশান্তি চলছিল।শুক্রবার সেই অশান্তি চরম আকার নেই।ঘটনায় জখম হয় উভয়পক্ষের প্রায় ৯ জন।