এই লড়াইটা চলবে এবং 2026 সালে আমরা মুখ্যমন্ত্রীকে বিসর্জন দেব শনিবার সকাল 11 টা নাগাদ কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিধানসভার বিজেপির মুখ্য সচেতন শংকর ঘোষ। উল্লেখ্য, গত মঙ্গলবার তিনি বিধানসভায় আক্রান্ত হয়েছিলেন। শংকর ঘোষের অভিযোগ, সেদিনকার ঘটনার মূল দায়ী যদি কেউ হয়ে থাকে স্পিকার সাহেবের মেরুদন্ডহীনতা। এদিন নিজের শারীরিক অবস্থা সম্পর্কে ও বিষদে জানালেন তিনি।