শুক্রবার আনুমানিক রাত ৮ টা নাগাদ স্বামী স্ত্রী টোটো করে সরগ্রাম থেকে পুজো দেখতে আসছিলো মন্তেশ্বর ব্লকের পুটশুড়ি গ্রামে। মালডাঙ্গা রোডে একটি বড় গর্ত ছিলো যা বৃষ্টি জলে ভরে যাওয়ায় বুঝতে পারেনি টোটো চালক ফলে টোটো যায় উল্টে। আহত হয় মহিলা যাত্রী মুকুল সাঁতরা। তড়িঘড়ি আহতকে উদ্ধার করে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।