সাব্রুম মহকুমার সীমান্ত এলাকা শ্রীনগর থেকে আগরতলা গামী যাত্রীবাহী বাসে মিলল বিপুল পরিমাণে অবৈধ বাংলাদেশি সামগ্রী। ঘটনাকে ঘিরে বাস যাত্রীসহ জনমনে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা একেবারে বিলোনিয়া শহরের বিলোনিয়া থানার সামনে। গোপন খবরের ভিত্তিতে বিলোনিয়া থানার পুলিশ মঙ্গলবার দুপুর দুইটা পনের মিনিটে থানার সামনেই TR 07 1267 নম্বরের বাস গাড়ি দেবনাথ এক্সপ্রেস থেকে ১০ বস্তা অবৈধ বাংলাদেশি সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরবর্তী সময়ে দেখা