চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন এর এলাকা উন্নয়ন তহবিলের অর্থে বুধবার হুগলির শ্রীরামপুরের শ্রমজীবী ব্লাড সেন্টারের একটি আধুনিক রেফ্রিজারেটরের উদ্বোধন। এই রেফ্রিজারেটরে -40° তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে 410 Unit রক্তের উপাদান, লোহিত কণিকা। উদ্বোধন করেন বিধায়ক অরিন্দম গুইন, হুগলি জেলা পরিষদের মেন্টর তথা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মনী সামুই এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।