বুধবার দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল মিত্রপলসার বাসিন্দারা। এই খেলার ফাইনালে উঠে সোনা জিতল তারাপুর ফুটবল টিম । বুধবার মিত্রপলসার ফুটবল মাঠে ১৬ টি টিমের মধ্যে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় আর সেই খেলায় ফাইনালে ওঠে তারাপুর ফুটবল টিম ও KTM ফুটবল টিম লাভপুর । বুধবার মধ্যরাতে এই খেলার ফাইনাল প্রতিযোগিতা শুরু হয় আর সেখানেই ফাইনালে উঠে KTM ফুটবল টিম লাভপুরকে হারিয়ে সোনা ছিনিয়ে নিল তারাপুর ফুটবল টিম।