পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম সুপার স্পেসিলিটি হাসপাতালে মহম্মদপুরের জরাক্রান্ত এক গৃহবধূ সকালে হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে বাড়ি ফিরিয়ে দেয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যার সময় পুনরায় তাকে হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার খবরপেয়ে রোগীর আত্মীয় স্বজন ভিড় জমায় হাসপাতাল চত্বরে। উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে পুলিশঘটনা স্থলে পৌঁছে। পরিস্থিতিনিয়ন্ত্রণে আনে।